‘‘The real foreign policy of America is citizen to citizen, friend to friend, people to people, foreign bonds of brotherhood that no tyranny can diminish’’
- Edward M. Kennedy (February 1972, Dhaka)

Khuji tare Ami Aponay

আপনাকে স্বাগত জানাই, খুঁজি তারে আমি আপনায়ঃ ইএমকে সেন্টার আয়োজিত নজরুল জয়ন্তী ২০২৪ অনুষ্ঠানে।
তারিখ: ২৫শে মে, ২০২৫,
সময়ঃ সন্ধ্যা ৬টা থেকে ৮টা।
প্রোগ্রামের সংক্ষিপ্ত বিবরণ:
প্রথম পর্ব: তমালিকা হালদার ও সমুদ্র শুভম
তমালিকা হালদার: তিনি সরকারি সংগীত কলেজ থেকে নজরুল সংগীতে বি.মিউজ ও এম.মিউজ পাস করেন। এবং সরকারি সংগীত কলেজে ২০২২ সালে “সেরা পারফরমার”হিসেবে নির্বাচিত হন এবং ছায়ানটের ছাত্রী । তমালিকা, নজরুল সংগীতের একজন প্রশিক্ষিত শিল্পী। তিনি এখন বাংলাদেশ বেতার ও বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত সংগীত পরিবেশন করেন।
সমুদ্র শুভম:মায়ের কাছেই তার প্রথম সংগীতের হাতেখড়ি।সেই ছোট্ট সমুদ্র মায়ের কোলে কোলেই ছায়ানটে যাওয়া শুরু করে নিজের জানা বা বোঝার অজান্তেই। ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে নজরুলসঙ্গীত বিভাগে প্রথম মানে প্রথম স্থান অর্জন করে শিক্ষা সমাপ্ত করে বর্তমানে সে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের শুদ্ধসঙ্গীত বিভাগের ৪র্থ বর্ষে এবং ব্যক্তিগতভাবেও উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয়সঙ্গীতগুরু পন্ডিত অসিত দে’র কাছে তালিম নিচ্ছে।
দ্বিতীয় পর্ব: বিজন চন্দ্র মিস্ত্রী ও জন্নাত-ই-ফেরদৌসি
বিজন চন্দ্র মিস্ত্রী: বাংলাদেশ বেতার ও টেলিভিশনে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতের বিশেষ শ্রেণীর শিল্পী ও সুরকার হিসেবে তালিকাভুক্ত শিল্পী বিজন মিস্ত্রী বর্তমানে ছায়ানটের শিক্ষক হিসেবে নিয়জিত আছেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্থাপত্য বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া নজরুল সঙ্গীতে বিশেষ কৃতিত্ত্বের জন্য নজরুল একাডেমী থেকে পেয়েছেন নবীন ও প্রতিশ্রুতিশীল নজরুল শিল্পী প্রকল্প স্বীকৃতি পুরস্কার । এছাড়াও তিনি ২০১২ সনে আর টিভি আয়োজিত ডায়মন্ড ওয়ার্ল্ড শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে “বনে বনে লাগল দোল” নামে নজরুল সঙ্গীতের একটি অ্যালবাম প্রকাশিত হয়।
জান্নাত-ই-ফেরদৌসি: নজরুল সংগীতের শিক্ষক এবং শিল্পী, সাহিত্যের সুস্থ বাণী অনুযায়ী তার প্রদর্শন উদ্বুদ্ধ করে তোলে। জান্নাত-ই-ফেরদৌসি বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে নজরুল সঙ্গীতের বিশেষ শ্রেণীর শিল্পী এবং ছায়ানটের শিক্ষক হিসেবে নিয়জিত আছেন। সম্প্রতি লন্ডন থেকে প্রকাশিত হয়েছে তার এ্যালবাম এবং লন্ডন এর নজরুল সেন্টার এবং বাংলাদেশ সেন্টারে সংগীত পরিবেশন করেছেন তিনি। বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন থেকে নজরুল সংগীতের অ্যালবাম “নীল যমুনার জল ” এবং স্টেপ মিডিয়া থেকে প্রকাশিত হয়েছে “সবারে বাসরে ভালো “।
এই অনুষ্ঠানে আপনারা সবান্ধব আমন্ত্রিত। আসুন মিলে নজরুলের সম্পূর্ণ বাণীর মধ্যে অবস্থিত হওয়ার এবং এই মূল্যবান সংগীতের সঙ্গে মিলিত হওয়ার অভিজ্ঞতা অভিনম্ব করি।
🗓️ Event Dates: May 25, 2024
⏰ Time: 05:00 pm – 07:00 pm
📍Venue: EMK Center
https://maps.app.goo.gl/s8jcpRzfjxCm5BHz8
🎟️ Registration link: https://forms.gle/gM8ij5Xy5zq48JL9A
Registration deadline: 11:00 AM | May 24, 2024
Reach out to info@emkcenter.org or call +880 1926-666995 if you have any queries.
About EMK Membership: https://emkcenter.org/members-benefit/
For EMK Center’s upcoming events: https://emkcenter.org/events/
For more: https://linktr.ee/emkcenter